ধ্বনি ব্যবধান
সকাল প্রায় ১১ তা বেজে গেছে । শেষ রাতে দেরিতে গুমিয়েছিলাম তাই ঘুমটা ভাঙলো অনেক দেরিতে । তাও ঘুমটা ভাঙেছে মূলত একটা স্যাক্সোফোনের ধ্বনিতে। পাশের ফ্লাটের কেও একজন বাজাচ্ছে, আমাদের ফ্লাট গুলো এক সারিতে হওয়ায় তাকে দেখতে পাইনি। গভীর, নিখুঁত্ আর অনেক নীরবতার মিশ্রণে সুরটা ডেওয়ের মত ভেসে বেড়াচ্ছে । তার সৃষ্ট সুরের অর্থটা এমন হতে পারে , পৃথিবীর মাঠ থেকে আর কত দিন আলাদা থাকবে চার দেওয়াল। আজ অনেক দিন হলো, বাসায় বসে আছি। জানালা দিয়ে মানুষ শূন্য মেট্রো আর বাস লাইনটা দেখা যায় । মাঝে মাঝে একটা, দুটো ছোট ছোট গাড়ি যাচ্ছে । এই অবিশ্বাস্য ব্যবধানে , একটা গান মনে পরে যায়, চাইলে তুমি হারিয়ে যাও রাজাহীন কোন রাজ্যে জনশূন্য কোন প্রাচ্যে। মানুষ নেই এখানে অথবা পৃথিবীর রাস্তা ফাঁকা, শুধু সি সিগার্ল আর কবুতর ছাড়া একটা পাখিও নেই , । অবশ্য ইউরোপে এতো পাখির দেখা মেলে না ,আজকাল কবুতর গুলোকেও দেখতে পায় না। রিজভী নাভিন