রাত,শহর ও আমি (কবিতা)
শহর, ঘুমিয়ে গেছো ?
উত্তরের হাওয়ারা আসছে ।
সন্ধ্যায় প্রদীপ্ত তুমি আলোদের ভীরে,
একঘেয়েমিরা নিরাশ, ফিরে যাচ্ছে নীড়ে ।
একঘেয়েমিরা নিরাশ, ফিরে যাচ্ছে নীড়ে ।
দৃষ্টি যত দূর যায়, সুদূরে
মিলিয়ে যায় তাকে লেখা, রেখাহীন অসীম শূন্যের ভীরে।
মিলিয়ে যায় তাকে লেখা, রেখাহীন অসীম শূন্যের ভীরে।
আকাশ চুম্বী দালান কুঠিরে, জীবন গ্লাসের ঘিরে,
অস্পষ্টতই লক্ষ্য হারিয়ে যায় মহা শূন্যে।
অস্পষ্টতই লক্ষ্য হারিয়ে যায় মহা শূন্যে।
এ কেমন
দেয়ালে দেয়ালে আবদ্দ আমাদের সন্ধি,
কেও কারো নয়, তবুও চেয়ে থাকা অবধি।
দেয়ালে দেয়ালে আবদ্দ আমাদের সন্ধি,
কেও কারো নয়, তবুও চেয়ে থাকা অবধি।
গুচ্ছ সাত তারকা, দালানের শিখরে।
মেঘ,চাঁদ ভেদ করে যত দূর দৃষ্টি যায়,
আবার তাকে মিলায়-লেখা,রেখাহীন নক্ষত্রের ভিড়ে ।
মেঘ,চাঁদ ভেদ করে যত দূর দৃষ্টি যায়,
আবার তাকে মিলায়-লেখা,রেখাহীন নক্ষত্রের ভিড়ে ।
-----------------------
রিজভী নাভিন
রবিবার ২৮ মে, ২০১৭
১২ঃ৪৪ am
Comments
Post a Comment
thanks for your valuable comment.