Posts

Showing posts from January, 2018

সহর্ষ

জীবনের কল্পনায় ফিরে আসে অতিত। উদিয় সূর্যের কিরণ বিস্তৃত হয় চারণভূমিতে। আবছা কুয়াশা চিরে আসে হালকা রুপোলী রুদ। সারিবদ্ধ হিম স্নাত ভেজা সবুজ ঘাসেরা  দারিয়ে রয় বহুক্ষণ। ঘুমন্ত সর্ষে খেতের মাঝে বয়ে চলে হেমন্ত। তারি বুকের জমে থাকা শিশিরে দৃষ্ট হয় চারপাশ । কন কন হাওয়ারা উত্তরমুখী । চাদরে মুরানো শরীর, হাত গুলো ছেড়া কাগজে ঝালানো আগুনের উপর।️ নিশ্চল খেজুর, তাল গাছের বুকে খচিত নকশায় ঝুলানো হারি, টুপ টুপ মিষ্টি রসে চতুর বুলবুলি,শালিকের মুখ হয় রঙিন । কিষাণি বাড়ির ভাপা পিঠের গ্রান ভেসে  চলে যায় শিম গাছের মাচার দিকে।️ চলতে থাকে সবকিছু সামাজিকতার নিয়মে । অভ্ররা নিলাকাশে স্থির হয়, তরান্নিত সূর্য মাঝ আকাশে উঠে ।️ স্কুলের ঘণ্টা জানিয়ে দেয় বাড়ি ফেরার ডাক। সাইকেলের খট খট শব্দে মাস্টার মশায়ের বিদায়। বই হাতে ছুটাছুটি ছেলে মেয়ের দল। অখণ্ড সন্ধের ধোঁয়ারা, সুপরি বাগানের মাথায় ভাসমান কিছুটা সময়। খীণ হয় সৃষ্টিগুলো ও তার চারপাশ নিরবশেষ। আবার সূর্য হেলে পরে। শহর,গ্রাম সহর্ষ অপেক্ষায় আবার আগামী ভুরের অপেক্ষায়। যার আবহিত মিষ্টি উজ্জ্বলতায় আবার তারা হবে অশেষ। ⬇️ --রিজভী নাভিন

আহত (কবিতা)

ঘনিয়ে আসে সময় উপলব্ধিরা স্থির রয় জিবনের মাঝে। -ঠিক যেমন ঝিঙে ফুল রোদে হাসে, তেমনি তাদের হাসিতে প্রফুল্ল হয় ঝলক। আমি বলতে পারি কোন অহংকারি হাসি তারা হাসে না । নিষ্প্রাপ ইচ্ছা। মাঝে সব শরৎ, ঋতুরা লুকিয়ে থাকে একসাথে। -জীবন নামের যে রুপ, তা একসাথে কাটে মাঝ বয়স কাল অবধি। একটা সময় কেন জানি মেলে না। চাওয়ারা ফাঁকি দিয়ে যায়। মাত্র, তার ইচ্ছেটা রয়ে যায় বছরের পর, যুগ ধরে। পৃথিবীর বুকে নেমে আসে হাজারো বাদলা, আসে রুপ অপরুপের বিন্যাস। আমরা বিলিন হই না পাওয়ার হিসেব রেখেই। পরের প্রজন্মরা প্রস্থুত একি জয়গানে, পাওয়ার ব্যাকুলিত যুদ্ধ নিয়ে আবার। শুধু ময়দানে পরে থাকে তার অভাগা আক্ষেপ। --রিজভী নাভিন