আহত (কবিতা)

ঘনিয়ে আসে সময় উপলব্ধিরা স্থির রয় জিবনের মাঝে।
-ঠিক যেমন ঝিঙে ফুল রোদে হাসে,
তেমনি তাদের হাসিতে প্রফুল্ল হয় ঝলক।
আমি বলতে পারি কোন অহংকারি হাসি তারা হাসে না ।
নিষ্প্রাপ ইচ্ছা।
মাঝে সব শরৎ, ঋতুরা লুকিয়ে থাকে একসাথে।
-জীবন নামের যে রুপ, তা একসাথে কাটে মাঝ বয়স কাল অবধি।
একটা সময় কেন জানি মেলে না।
চাওয়ারা ফাঁকি দিয়ে যায়।
মাত্র, তার ইচ্ছেটা রয়ে যায় বছরের পর, যুগ ধরে।
পৃথিবীর বুকে নেমে আসে হাজারো বাদলা, আসে রুপ অপরুপের বিন্যাস।
আমরা বিলিন হই না পাওয়ার হিসেব রেখেই।
পরের প্রজন্মরা প্রস্থুত একি জয়গানে, পাওয়ার ব্যাকুলিত যুদ্ধ নিয়ে আবার।
শুধু ময়দানে পরে থাকে তার অভাগা আক্ষেপ।
--রিজভী নাভিন

Comments

Popular posts from this blog

আমার পড়া দশটি সেরা বাংলা ছোট গল্প ।

বেগুনী বৃষ্টি ! ☔ (অণু গল্প)

ধ্বনি ব্যবধান