মেঘলা অভিমানী(কবিতা)



প্রশ্নটা আমি জানি ।
তুমি বলবে "আমার মেঘটা তোমার মেঘটা এক নয় ।
আমাদের চাওয়ার কি কখনো এক হয়েছে"?
"যদি এক নাই  হতো তোমার ডাকে কেন আসলাম এই অসময় ক্যাম্পাসের মাঠে", আমি বলবো?
আবার তুমি বলবে "মুক্ত মেঘ গুলো কাল ক্রমে ভেসে ভেসে, এসে এসে তারা আলাদা হয়, আকৃতি ভিন্ন হয়, যেমনটা তুমি মাঝে মাঝে হয়ে যাও।
ঠিক আছে শত অভিমান ভাঙ্গাতে আমি  না হয় তাকিয়েই থাকব ঐ মেঘে মেঘে।
আর চাইবো ঐ মেঘ গুলো যেন একই হয় ।
তারা যেন তোমাকে আমাকে দেখে দেখে, হেসে হেসে শত পথ দেয় পাড়ি।

শেষে বলি ওহে মেঘলা অভিমানী !

তুমিই সে নারী ,
উপরে আরও উপরে রাখবো তোমায় যত টুকু পারি।


ঘুমটা ভেঙে গেল হঠাৎ, জানলায় চোখ বুজে দেখি সেই একই তুফান এসেছে  আবার ৮ বছর পর এই অবেলায়,

উমেদ, আক্ষেপ ভরা স্বপ্ন গুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে আবার যেন কোথায়, সাদা সাদা ভেলায়। 

শুক্রবার ১০ জুন,২০১৭
রাত ০২ঃ০০am



রিজভী নাভিন
নালিতাবাড়ী,শেরপুর 
Rizvy.2017@gmail.com



Comments

Popular posts from this blog

আমার পড়া দশটি সেরা বাংলা ছোট গল্প ।

বেগুনী বৃষ্টি ! ☔ (অণু গল্প)

ধ্বনি ব্যবধান