‘আবৃতি চক্র’(কবিতা)

এক ঝাঁক ছড়ানো আবির
সমান্তরাল ধারায় চলে গেছে
প্রান্তরের শেষ অভিমুখে ।
আবৃতি করছি সেই মরুকে,
হাজারো উটের পদধূলি
মিশে বিলীন হয়ে গেছে
নিযুত ঝরো হাওয়ায় ।
আবৃতি করছি এমন সব ঢেউ কে,
যার গুঞ্জনে সৈকত আরো প্রাণবন্ত
উপকূলে ভিড়ে অপ্রতিম গাংচিলেরা।
মেঘগুলো স্থির নেই,
বয়ে যায় বেলার শুরু থেকেই
তাই আবৃতি করছি পেছনের অনড় নীল কে,
যার বুকে খূজে পায়
ভালোবাসার পূর্ণতা ও তুষ্টি ।
আবৃতি করছি সেই জোনাকিদের,
শান্ত মনে ছড়িয়ে দেয় অস্পষ্ট প্রভা,
যার আদতে খুঁজে পায়,
তোমার পথ !
------------------------------
রিজভী নাভিন
বৃহস্পতিবার, ১১ মে ২০১৭
০৩:২৩pm
Comments
Post a Comment
thanks for your valuable comment.