শীত ও বিজয়ের মাস (সাহিত্য)

আজ ডিসেম্বর এর ১৬ তারিখ, বিজয়ের মাস
পৌষ ২, ১৪২৩.
হিমেল ভূর গড়িয়ে বিকেলবেলার উপস্থিতি, মুক্ত মেঘ গুলো ভাসছে অম্লান হয়ে. শীতের বার্তা নিয়ে হাজির হালকা হালকা কুয়াশা ও ঝিরঝির বাতাস। গাছের ডালপালা গুলো প্রফুল্লিত পাখিদের সমারোহে, চুলোর ধোয়াই আবরিত কৃষানির বাড়ির উঠোন, ডুমুরফুলের সাথে টুনটুনির পাখির সন্ধি চিত্র, সাঁরি বাধা নৌকোর সমিক্ষায় ব্যস্ত মাঝি,সরিষা খেতের আঁকা বাঁকা আইল ধরে হেটে যাওয়া কৃষক, চাদরে মোড়ানো মায়ের কোলের শিশুটির চোখে হাজারো অর্থে এ সব চিত্র বর্নিত আমাদের এ বাংলা ঘিরে।
কবিতার ভাষায়:
"চিএ জরানো বহমান রূপ তার যত,
শীতের সাথে অভিযান, মুক্ত মেঘ সঙ্গী হয়ে শত.
অসীম তুমি,উদার তুমার বুক,
ভালবাসায় সিক্ত বাংলা,অমলিন হোক তোমার মুখ ।"
এ সবের মূলে একটাই কারন,ধ্বনি- বিজয় ও বিজয়।
সুতরাং বিজয়ের এ দিনে মন, প্রাণ, আকাক্ষা,আশা, ভালবাসায় ভরে যাক আমাদের বাকি জীবনটা ও হাসি থাকুক প্রতিটা মুখে মুখে।
সবাইকে বিজয় দিবস এর শুভেচ্ছা।


--রিজভী নাভিন

Comments

Popular posts from this blog

আমার পড়া দশটি সেরা বাংলা ছোট গল্প ।

বেগুনী বৃষ্টি ! ☔ (অণু গল্প)

ধ্বনি ব্যবধান