শালীন আকাশ (কবিতা)

জুলাই এর ঝাপসা কালো,শালীন আকাশ।
মাঝে গুচ্ছ শুভ্র মেঘ
বয়ে যাচ্ছে ক্ষণে ক্ষণে।
ভ্রান্তি ও সমাহার কালো-সাদা রঙের !
তাদেরি আয়োজনে মিশিয়ে যাচ্ছি বিদ্যমান একান্তে এখন।
যেন তাদেরি প্রয়োজনে পথ ধরে হেটে চলেছি
কাল থেকে একাল অথবা বহুকাল ধরে।
--রিজভী নাভিন

Comments

Popular posts from this blog

আমার পড়া দশটি সেরা বাংলা ছোট গল্প ।

বেগুনী বৃষ্টি ! ☔ (অণু গল্প)

ধ্বনি ব্যবধান