চল ! আজ আবার ।(অণুগল্প)
সেই কবে থেকে নিজেকে সংযত রাখছি আর পারি না, পারছি না। এই প্রতিরুদ্ধ জীবনের শেষ কোথায় তাও জানিনা। স্বর স্বর হাওয়ায় সাদা মেঘেরা ছুটেছিল নির্বিঘ্নে, ভুলে গেছো? উচ্ছ্বসিত ছিল দুটো প্রাণ ও আমাদের মনের।
বলেছিলে, ঝতক্ষন না তোমার রাগ ভাঙবে পিঠে পিঠ রেখে দুদিকে মুখ করে বসে থাকবে। তুমার শর্তেই রাজী ছিলাম । চল!-আজ আবার পিঠে পিঠ রাখি।
চল!-আজ আবার না হয় একবার হাওয়ায় মত হই!
তোমার বিরক্তি আর অভিমান গুলো ছিল আমার কাছে তুচ্ছ।
কথা দিচ্ছি আজ বুঝব ও সব নিজের করে নেব।
চল!-আজ আবার অভিমান করবে।
কথা দিচ্ছি আজ বুঝব ও সব নিজের করে নেব।
চল!-আজ আবার অভিমান করবে।
ভুলে গেছো সেই গাছটার কথা, মরিয়া হয়ে আগলে রাখতো তোমায়-আমায় । নির্বাক দারিয়ে থেকে সমস্ত রোঁদ ঢেকে রাখতো।
চল!-আজ আবার সেই ছায়ায় আবদ্ধ হই।
চল!-আজ আবার সেই ছায়ায় আবদ্ধ হই।
বলেছিলে, ঝতক্ষন না তোমার রাগ ভাঙবে পিঠে পিঠ রেখে দুদিকে মুখ করে বসে থাকবে। তুমার শর্তেই রাজী ছিলাম । চল!-আজ আবার পিঠে পিঠ রাখি।
আর যদি হাসতে, সাথে সাথে দুর্বা ঘাসে শুয়ে পরে মাথাটা তোমার কুলে রাখতাম, আর তোমার প্রিয় গানটা একসাথে গেয়েছিলাম ভুলে গেছ তুমি।
চল!-আজ আবার গানটা গায়।
চল!-আজ আবার গানটা গায়।
বেলার শেষে যখন উঠে যাওয়ার গুঞ্জন করেছিলে, আরেকটু থাকবে বলে আবার অনুরোধ করেছিলাম। আর গল্পের ফাঁকে হঠাৎ দিগন্তে আঙুল তাক করে দেখিয়ে ছিলাম সাত বর্ণ, দৃশ্যতই জানিনি কিভাবে এসেছিল রংধনুটা তখন, বলেছিলাম, সময়-ওই সাত বর্ণের কাছে সঁপে দিলাম, সেই ঠিক করুক তোমার চলে যাওয়া।
চল!-আজ আবার সাত বর্ণের অপেক্ষা করি।
চল!-আজ আবার সাত বর্ণের অপেক্ষা করি।
না বলে উঠে, হঠাৎ প্রশস্ত নদীটার পাড় ধরে দৌড়ে ছিলে আর আমিও তোমার পিছু ছুটে ছিলাম মনে নেই তোমার।
চল!-আজ আবার দৌড়াই অনেকক্ষণ!
চল!-আজ আবার দৌড়াই অনেকক্ষণ!
২.
শিউলি ছিল তোমার প্রিয় ফুল, আনিনি বলে কতবার রাগ করে ছিলে, আজ এনেছি তবে তোমাকে দেওয়ার জন্য নই পাঁথর-বালিতে আবৃত শান্ত মৃতের আলয়ে।
শিউলি ছিল তোমার প্রিয় ফুল, আনিনি বলে কতবার রাগ করে ছিলে, আজ এনেছি তবে তোমাকে দেওয়ার জন্য নই পাঁথর-বালিতে আবৃত শান্ত মৃতের আলয়ে।
সেই পরিচিত গাছ ও নদীর পাড়ে হাত দুটো মেলে আজ অনেকক্ষণ ধরে দীর্ঘ শ্বাস নিচ্ছি, ছুপ-ছুপ পানির শব্দে আবার যেন পরিধি আসে জীবন ঘিরে । ভালোবাসি তোমায় আগের মতোই। নিশ্চুপ এ ক্ষণে, অসীম ব্যাপকতায় শুধু মিলিয়ে যায় আমার ভালোবাসা আর নিজেকে মেলানোর চেষ্টা করি এক অবলার আবছায়ায় । শুধু তোমাকেই!
আর দিন গুনে যাচ্ছি কিভাবে যেন বাঁচতে শেখার !!
আর দিন গুনে যাচ্ছি কিভাবে যেন বাঁচতে শেখার !!
---------------
রিজভী নাভিন
বুধবার ৩১মে,২০১৭
১.৩৩ AM
Comments
Post a Comment
thanks for your valuable comment.