ছবি !

রোদ আছে আবার নেই ,
বিকেল গড়াচ্ছে অসম ঘিরে,
ভাবনা গুলো দল বেঁধে বেঁধে.
ক্ষীণ চারপাশ, পশ্চিম আকাশ রক্তিম আভা ছড়িয়ে, নিয়ে উধাও হবে।
রয়ে যাবে ফ্রেমে বাধা এক অংশ।
এটাকে বলবো "জীবন সারাংশ "!

--রিজভী নাভিন

Comments

Popular posts from this blog

আমার পড়া দশটি সেরা বাংলা ছোট গল্প ।

বেগুনী বৃষ্টি ! ☔ (অণু গল্প)

ধ্বনি ব্যবধান