একবিন্দু (কবিতা)
হাজার বছর আগে একবিন্দু সরষে ছিলাম।
শুরুতেই, ফুল হয়ে ঘ্রাণ ছড়িয়েছি, প্রজাপতিরা বসে ছিল গায়ে।
কেও মুগ্ধ হয়ে ছিল,হাত বুলিয়ে ছিল আমাদের উপর।
জমে থাকা কুয়াশার নীহারে হতো স্নান।
স্বর্ণোজ্জ্বল রোদ এসে শুকিয়ে দিতো সমস্ত অঙ্গ।
বাতাস লেগে ছিল সর্বস্ব জুরে, দুলে ছিলাম এদিকওদিক ।
সময়ে, ঝরে গিয়েছিলাম নিয়মে।
আবারো জন্ম নিয়েছি হাজার, অগণিতবার এই স্থলে, একি রূপে আবার!!
শুরুতেই, ফুল হয়ে ঘ্রাণ ছড়িয়েছি, প্রজাপতিরা বসে ছিল গায়ে।
কেও মুগ্ধ হয়ে ছিল,হাত বুলিয়ে ছিল আমাদের উপর।
জমে থাকা কুয়াশার নীহারে হতো স্নান।
স্বর্ণোজ্জ্বল রোদ এসে শুকিয়ে দিতো সমস্ত অঙ্গ।
বাতাস লেগে ছিল সর্বস্ব জুরে, দুলে ছিলাম এদিকওদিক ।
সময়ে, ঝরে গিয়েছিলাম নিয়মে।
আবারো জন্ম নিয়েছি হাজার, অগণিতবার এই স্থলে, একি রূপে আবার!!
--রিজভী নাভিন
Comments
Post a Comment
thanks for your valuable comment.