অস্পষ্ট ঘোর ( অণুগল্প)

📝 -এই অসময়ে মেঘগুলো ঢেকে দিয়েছে আকাশটাকে ! বাহিরে এক দৃষ্টিতে আর চেয়ে থাকতে পারলাম না । ঘরে এসে কাঠের বাক্সটা খুলে পেলাম সেই কবেকার পুরনো ধূলো জড়ানো একটি পত্র ! পর পর লম্বা দুটো ফুঁ দিয়ে ধূলিকণা গুলো তাড়িয়ে দিলাম। স্থির মনে ভাবলাম, এখনতো আর সেদিন নেই। তাতে ভেসে উঠলো, কিছু প্রাক্তন স্মৃতি ও সরল হাতে নিমজ্জিত, সজ্জিত ঘোলাটে হয়ে যাওয়া লেখাগুলো। আর বিদারক অভিমানগুলো গচ্ছিত সমাপ্তির শেষ সারিতে । থেকে থেকে তা যেন আমার চোখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে মনে বলি, কি পেয়েছি আমি? সে যায় হোক,সময় পাল্টে গেছে । নিজের কাছে নিজেই স্বার্থপর হয়ে গেছি এখন! জানলার কাছে গিয়ে জং ধরা গ্রিলের ফাকে তাকিয়ে দেখি দূসর মেঘ, কিছু ভেজা পাখিও তাতে ডানা মেলে চলেছে অজানার পথ ধরে, দূরে। হাতের চিঠিটা বাহিরের বৃষ্টির ফোটার দিকে এগিয়ে দিয়ে অনুভবে পেলাম এক হিম অনুভূতির ছোঁওয়া ! আরো পেলাম বিদ্যমান সেই সময়, অতীত ও এক অভিমানীর ঘোর উষ্ণতা!!

--রিজভী নাভিন
August 23 at 3:06am

Comments

Popular posts from this blog

আমার পড়া দশটি সেরা বাংলা ছোট গল্প ।

বেগুনী বৃষ্টি ! ☔ (অণু গল্প)

ধ্বনি ব্যবধান