নক্ষত্র ধরে কুলে
দৃষ্টি নিযুত আলোকবর্ষ দূরে।
একটি নক্ষত্রের গতি, বেমালুম পথ থেকে বিচ্ছিন্ন।
তাক করা টেলিস্কোপে লক্ষ্য নাবিকের।
একটি নক্ষত্রের গতি, বেমালুম পথ থেকে বিচ্ছিন্ন।
তাক করা টেলিস্কোপে লক্ষ্য নাবিকের।
কেবল নাবিক জানে, কোন নক্ষত্র ধরে কুলে ভিড়তে হয় !
ঢেউে ঢেউে- দূর থেকে দূরে বহু দূরে অসার দূরত্বে।মেলানো কি যায় ব্যবধান?
--রিজভী নাভিন
Comments
Post a Comment
thanks for your valuable comment.