নক্ষত্র ধরে কুলে

দৃষ্টি নিযুত আলোকবর্ষ দূরে।
একটি নক্ষত্রের গতি, বেমালুম পথ থেকে বিচ্ছিন্ন।
তাক করা টেলিস্কোপে লক্ষ্য নাবিকের।
কেবল নাবিক জানে, কোন নক্ষত্র ধরে কুলে ভিড়তে হয় !
ঢেউে ঢেউে- দূর থেকে দূরে বহু দূরে অসার দূরত্বে।
মেলানো কি যায় ব্যবধান?
--রিজভী নাভিন

Comments

Popular posts from this blog

আমার পড়া দশটি সেরা বাংলা ছোট গল্প ।

বেগুনী বৃষ্টি ! ☔ (অণু গল্প)

ধ্বনি ব্যবধান