(কবিতা)

ছুটছি ! প্রভাতের নৌকোই কিছু ঊষা নিয়ে।
ধরে ঘুমের হাল !
শিশির ঝরে এলো, চলি তড়বড় ! ভরসায় যেন, না আসে কাল !

--রিজভী নাভিন

Comments

Popular posts from this blog

আমার পড়া দশটি সেরা বাংলা ছোট গল্প ।

বেগুনী বৃষ্টি ! ☔ (অণু গল্প)

ধ্বনি ব্যবধান