Posts

Showing posts from June, 2017

আমার পড়া দশটি সেরা বাংলা ছোট গল্প ।

হ্যা লো......। আমি রিজভী নাভিন। আজ আপনাদের জন্য এই পোস্টটি সাজিয়েছি ।অনুচ্ছেদটি লিখতে বেশ কিছুদিন সময় লেগেছে। মূলত সাহিত্য সাধনাকে কেন্দ্র করে কবি,সাহিত্যিক,লেখক,চিন্তাবিদগণ লিখে গেছেন অসংখ্য গল্প, কবিতা,উপন্যাস, রচনা আরো কত কি। তাদের একাগ্রতায় আমরা পেয়েছি নতুন ভাবনার জগত, নতুন কল্পনা শক্তি যা দিয়ে নিজেদের চলার পথকে আরও দিপ্তিময় ও আলোকময় আর নিজেদের ভাবনার পৃথিবীটাকে আমরা সর্বোচ্চ ভাবে সাঁজাতে চেষ্টা করি । আজকের অনুচ্ছেদটা আমি সাজিয়েছি আমার পড়া কিছু সেরা দেশী ছোট গল্প দিয়ে। এখানে সুধুমাত্র লেখক ও গল্পের সংখিপ্ত সারাংশ তুলে ধরা হয়েছে। আর কিছু বানান ভুল থাকতে পারে এজন্য দুঃখিত। আশা করি ভাল লাগবে । ১০/মাস্টার মশাই প্রচেত গুপ্ত । তার জন্ম ১৪ অক্টোবর ১৯৬২ সালে কলকাতায় । পড়া শুনার পাশাপাশি খুব অল্প বয়স থেকেয় শুরু হয় তার সাহিত্য চর্চা । মাত্র ১২ বছর বয়সে আনন্দ মেলায় প্রকাশিত হয় তার প্রথম গল্প ও ২০০৪ সালে তার প্রথম উপন্যাস "আমার যা আছে" । তাছাড়াও তিনি লিখে গেছেন বহু গল্প ও উপন্যাস । তার মধ্য বিখ্যাত আশ্চর্য পুকুর, দেরি হয়ে গেছে, রাজকন্যা,দেখা হবে, জলে আঁকা ইত্যাদি । মাস্টার মশ...

‘আবৃতি চক্র’(কবিতা)

Image
আ বৃতি করছি সেই আকাশ, এক ঝাঁক ছড়ানো আবির সমান্তরাল ধারায় চলে গেছে  প্রান্তরের শেষ অভিমুখে । আবৃতি করছি সেই মরুকে, হাজারো উটের পদধূলি মিশে বিলীন হয়ে গেছে নিযুত ঝরো হাওয়ায় । আবৃতি করছি এমন সব ঢেউ কে, যার গুঞ্জনে সৈকত আরো প্রাণবন্ত উপকূলে ভিড়ে অপ্রতিম গাংচিলেরা। মেঘগুলো স্থির নেই, বয়ে যায় বেলার শুরু থেকেই তাই আবৃতি করছি পেছনের অনড় নীল কে, যার বুকে খূজে পায়  ভালোবাসার পূর্ণতা ও তুষ্টি । আবৃতি করছি সেই জোনাকিদের, শান্ত মনে ছড়িয়ে দেয় অস্পষ্ট প্রভা, যার আদতে খুঁজে পায়, তোমার পথ  ! ------------------------------ রিজভী নাভিন বৃহস্পতিবার, ১১ মে ২০১৭  ০৩:২৩pm

‘চিরকুট দিনের প্রণয়’ (কবিতা)

Image
ভু লে গেছি ধুলো আর কাঁদা মাখা রাস্তার কথা । চলতে আড় চোখে চেয়ে চেয়ে, জাগিয়ে দিয়ে যত ব্যাথা । হাত দুটো বিজড়িত ছিল আমার, বৃষ্টির সাথে গান গেয়ে গেয়ে । দাঁড়িয়ে ছিলাম নির্বাক অনেকক্ষণ চিঠিখানা পেয়ে । ছিল চাওয়া না পাওয়ার এক অবসন্ন চিত্ত । এলোমেলো ভাবনায় আকাশটাও টেনে পূর্ণ করেছিলাম বৃত্ত । ছিলাম ভাবলেশহীন, উন্মাদ, কৌতহলি ছিল মন । জানো ? আষাঢ়ের ভেজা প্রান্তর ও ভালোবেসে  করে ছিল পণ । রংধনুটাও ছাড়েনি মুহূর্তটা শেষে । হয়ে গিয়েছিলাম নির্বাক, একাকার, তোমার মাঝে, অস্তিত্বে মিশে  ! ---------------------------------- রিজভী নাভিন শুক্রবার ১৯ মে, ২০১৭ ১ঃ০০am 

মেঘলা অভিমানী(কবিতা)

Image
প্র শ্নটা আমি জানি । তুমি বলবে "আমার মেঘটা তোমার মেঘটা এক নয় । আমাদের চাওয়ার কি কখনো এক হয়েছে"? "যদি এক নাই  হতো তোমার ডাকে কেন আসলাম এই অসময় ক্যাম্পাসের মাঠে", আমি বলবো? আবার তুমি বলবে "মুক্ত মেঘ গুলো কাল ক্রমে ভেসে ভেসে, এসে এসে তারা আলাদা হয়, আকৃতি ভিন্ন হয়, যেমনটা তুমি মাঝে মাঝে হয়ে যাও। ঠিক আছে শত অভিমান ভাঙ্গাতে আমি    না হয়  তাকিয়েই থাকব ঐ মেঘে মেঘে। আর চাইবো ঐ মেঘ গুলো যেন একই হয় । তারা যেন তোমাকে আমাকে দেখে দেখে, হেসে হেসে শত পথ দেয় পাড়ি। শেষে বলি ওহে মেঘলা অভিমানী ! তুমিই সে নারী , উপরে আরও উপরে রাখবো তোমায় যত টুকু পারি। ঘুমটা ভেঙে গেল হঠাৎ, জানলায় চোখ বুজে দেখি সেই একই তুফান এসেছে  আবার ৮ বছর পর এই অবেলায়, উমেদ, আক্ষেপ ভরা স্বপ্ন গুলো ভাসিয়ে নিয়ে যাচ্ছে আবার যেন কোথায়, সাদা সাদা ভেলায়।  শুক্রবার ১০ জুন,২০১৭ রাত ০২ঃ০০am রিজভী নাভিন নালিতাবাড়ী,শেরপুর  Rizvy.2017@gmail.com

সাইকেলের দিনে। 🚲 (ছোটগল্প)

হারিয়ে যাওয়া একটি বিকেলের কথা । প্রতিদিনের মতই ঘীস্মের ঝকঝকে রোদ, ছড়িয়ে পড়েছে মাঠ ও ক্ষেত জুড়ে সবখানে। সাদা মেঘেদের ভিড়ে আকাশটা পূর্ণ ছিল। উত্তরের হাওয়ায় ঘীস্ম উজ্জীবিত, আধা শুকনো নদীর বুকে গুচ্ছ গুচ্ছ কাশফুল দুলছে, পাশ দিয়ে যাচ্ছে ছোট দুটো-একটা নৌকো, রোদ পরা রুপোলী ঢেউয়ে মাঝির বৈঠা ও পানি এক হয়েও আলাদা হয়ে যায় বার বার। দূরের কিছু পানকৌড়ি, বক দলবদ্ধভাবে শাপলা, কচুরিপানার ফাঁকে মুখ ডুবিয়ে কি যেন খুঁজছে।পূব থেকে উড়ে আসা আরো কিছু মরাল-মরালী যোগ দিল তাদের সাথে ।  সব দৃশ্য নিতান্তই মূল্যহীন আমার কাছে। শুধু অপেক্ষা কখন যে আসবে আমাদের.....! গ্রামের ধুলোময় বাঁকা পথটা, নদী ঘেঁষে চলে গেছে বাড়ি থেকে সোজা হাটের দিকে, দু পাশ আবৃত খেজুর ও তুঁত গাছে । ঘাটের পাড়ে বড় শিমূল গাছটা দাড়িয়ে রয়েছে বহুকাল ধরে । প্রতিটা নৌকার দড়ি বাঁধা, তার শরীরে, আর সেও চুপ হয়ে পাহারা দিয়ে যাচ্ছে অনেক দিন - নিস্তার নেই যেন । এই রাস্তার ধারেই প্রতীক্ষিয়মান আমি ও আমার দাঁড়িয়ে থাকা, সময় হয়েছে বাবা ও সাইকেল আসার ! কখন আসবে বাবা? কখন তুলবে সামনে ছোট করে পাতা সেই সীটে? সাইকেল এ...