Posts

Showing posts from September, 2017

অপরাহ্নের শ্রী

এমন ভাদ্রে ক্ষণে ক্ষণে আকাশটা কালো হয়, নামে বৃষ্টি, স্পষ্ট হয় বিকেল, আর রেল লাইনটা করে চিকচিক । লম্বা লাইনটা ধরে বিকেল বেলার হাঁটার যে নেহাত বর্ণনা, তা না দিলেও শ্রোতাদের বুঝতে কোন অসুবিধা তো হবেই না বরং আশা রাখি বাস্তব দৃশ্যরূপও চোখের সামনে বোধগম্য হবে! তবে হাতের গুচ্ছ ফুলেরতোড়ার নামতাও যে বলা প্রয়োজন আছে তাও এই মুহুর্তে বলার ইচ্ছে পোষন করছি না। সময়টা মাথায় রেখে এগুলাম মিনা, আয়ানদের বাড়ির দিকে। এক সময় উপস্থিত হলাম, কিন্তু কই অজয়া এতো দেরি করছে কেন? আজ কি তবে পড়াতে আসেনি? হাত ঘড়িটায় চেয়ে দেখি প্রায় ছটা বাজে, সন্ধ্যার উপক্রম আবার বৃষ্টি নামবে নামবে অবস্থা ! হঠাৎ দৃষ্টি প্রসারিত হল দূরে চলে যাওয়া রেল লাইনটার দিকে, মুহূর্তে অন্বেষণ করলাম সাদা শাড়ি ও সাদা ছাতা মাথায় করে দ্রুত হেটে আসছে আমার আশাব্যঞ্জন সত্য মূর্তি!  কাছাকাছি হওয়ার পর:"তুমি এখানে?" আমি:"না এলে কোথায় পেতাম হে?" "শুভ জন্মদিন!! " বলে ফুলেরতোড়াটা সামনে এগিয়ে দিলাম। আর, হেমন্ত মুখোপাধ্যায়ের গানের মতই, "এক গোছা রজনীগন্ধা, হাতে দিয়ে বললাম। চললাম! চললাম!" --রিজভী নাভি...

নক্ষত্র ধরে কুলে

দৃষ্টি নিযুত আলোকবর্ষ দূরে। একটি নক্ষত্রের গতি, বেমালুম পথ থেকে বিচ্ছিন্ন। তাক করা টেলিস্কোপে লক্ষ্য নাবিকের। কেবল নাবিক জানে, কোন নক্ষত্র ধরে কুলে ভিড়তে হয় ! ঢেউে ঢেউে- দূর থেকে দূরে বহু দূরে অসার দূরত্বে। মেলানো কি যায় ব্যবধান? --রিজভী নাভিন

ঈদে গ্রামের বাড়ি

ঈদে গ্রামের বাড়ি এসেছি, আজ তৃতীয় দিন অর্থাৎ এই মুহুর্তে ঈদ এর তৃতীয় রাত, আকাশে ভরাট চাঁদ, জানলার কাছে বসে আছি, বাইরে কাগজী লেবুর বাগান, বাগানের ওপাশটায় একটা রাস্তা চলে গেছে কিছু দেখা যাচ্ছে না, এমন ঝোছনার মৃদু আলোতেও তা অস্পষ্ট। কিছুক্ষণ আগে যে দৃশ্যটা চোখে পরে ছিল তা হল এই: রাস্তার অপারে একটা গাছ দারিয়ে আছে নামটা ঠিক আমার জানা নেই। ছোট মিহি পাতা, ডাল পালা গুলো বিশদ চিকন, প্রতিটা ডালের শীর্ষে বসে আছে এক প্রকার পাখি দেখে মনে হয় অনেকটা বক পাখির মত কিন্তু বেশ বড় সরো ! স্ থানীও অনেকেই বলছেন এগুলো অন্যদেশ থেকে এসেছে নাম শামুকভাঙ্গা বা শামুককেচা ! ইদানিং প্রচুর ভিড় জমাচ্ছে আমাদের বাড়ির সামনে এবং অন্যান্য বড় গাছ গুলোতেও বসেছে। দিনের বেলাতেও দেখেছিলাম, কিন্তু এমন ঝোছনায় তাদের দেখে মনে হয়, পাখি গুলো গাছের ফল কিংবা গুচ্ছ গুচ্ছ ফুলের স্তুব! যা ডালের ফাকে ফাকে বসে আসে নিশ্চুপ হয়ে অর্থাৎ তাদের ছাড়া গাছ নেহাতপক্ষে সত্যিকার অসুন্দরই মনে হয়। তবে আরো আশ্চর্যান্বিত বিষয় এইযে, এই সময় ২০১৭ সালে এমন দৃশ্য! বিগত কয়েক বছর ধরে অনেক পাখিই আর তেমন একটা দেখা যায়না, যেমন টুনটুনি,দোয়েল, ফিঙে,বুলবুলি সহ আরো ...