দীঘির ছায়া 👤 --(অণুগল্প)
🕓 বাতাসে এলোমেলো হয়ে যাচ্ছে চুল, শাড়ীর আঁচল উড়ে যাচ্ছিলো পেছনের দিকটায় । নিরবিগ্নে বয়ে আসা হাওয়ায় নিজেকে সামলাতে পারছে না সে কিছুতেই! বড় দীঘিটার ঘাটে বসে লক্ষ করছি এসব। অনেক গুলো নীল চুড়ি পড়া হাতে, ঢেকে যাওয়া মুখ থেকে চুলগুলো সরাচ্ছে ও বার বার। প্রবল বাতাসে উড়তে থাকা আঁচল টেনে মর্মস্থল আবরিত করে পাশের কোমরে গেঁথে দিচ্ছে তা আবার। বাতাসের সাথে যুদ্ধ করে করে তীব্রতা ভেদ করে হেটে আসছে আমার দিকে। চতুষ্কোণী দীঘিটার একপাশে লম্বা সারি সারি সুপারি গাছ ও তাদের ছায়া পড়েছে পুকুরের স্থির কালো পানিতে। যেন ফ্রেমে বাঁধানো একটা ছবি ঠিক উল্টিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে কোন এক ঘরের দেয়ালে। কিছু হাঁসের ছানা এক কোণায় কমলি ঘাসের ফাঁকে ঠুকিয়ে ঠুকিয়ে কি যেন খাচ্ছে। তাদের মাকে খুঁজে পেলাম না,হইতো আছে কোথাও। এসব দেখতে দেখতে হঠাৎ জয়া এসে আমার পাশে বসলো । 👫 ও কে আমিই আসতে বলেছিলাম । কিছুদিন পর বাড়ি চলে যাবে, একটা নাকফুল কিনে দেবো বলে। টাউনের দোকানগুলো ঘোরে শেষে একটা নাকফুল ও একটা ব্যাগ কিনে দিলাম । দু জনে টক জল খেলাম আরো কিছুক্ষণ ঘোরাঘুরির পর শেষ বিকেলে একটা রিকশায় তুলে দিয়ে ফিরছি এমন সময় পেছন থেকে ব...